স্পোর্টস ডেস্ক: রবিবার কাতার বিশ্বকাপের জমজমাট ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের বিশ্বসেরা হওয়ার এই লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। মেসি বনাম এমবাপে লড়াইয়ের আগে কিছুটা চাপে রয়েছেন ফরাসী কোচ দিদিয়ের দেশঁ। মেগা ফাইনালের আগে অসুস্থ ফ্রান্সের একাধিক প্লেয়ার। অসুস্থতার কারণে সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি উপামেকানো ও জাভিয়ের। জানা গিয়েছে, ফ্রান্স দলের তিন জন ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত। তাঁরা হলেন উপামেকানো ও জাভিয়ার এবং কিংগসলে কোমান। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যাটা আরও বাড়লে সমস্যা আরও বাড়বে ফ্রান্সের।
অন্যদিকে, গতকাল থেকে অনুশীলনে নেমেছে মেসির আর্জেন্টিনা। তবে চোটের শঙ্কাও আছে আর্জেন্টিনা দলে। চোটের তালিকায় সবচেয়ে বড় নাম লিওনেল মেসি! যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ফাইনালে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মেসি। যদিও ইতিমধ্যেই লিওনেল মেসির হ্যামস্ট্রিং (পেশি) চোট নিয়েও গুঞ্জন রয়েছে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরদিন বিশ্রাম এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি-দি মারিয়ারা। ফুরফুরে মেজাজে কাতার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেন আর্জেন্টাইন ফুটবলাররা।
তবে এদিন এমিলিয়ানো মার্তিনেজ ছাড়া অনুশীলন করেননি শুরুর একাদশে খেলা ফুটবলাররা। আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, চোট খুব গুরুতর নয়, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এ জন্য অনুশীলন করেননি মেসি। গোলরক্ষক এমি মার্তিনেজও বললেন, ‘তেমন বড় কোনো চোট নয় (মেসির)।’
Leave a Reply