ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায়তায় বিশ্বকাপের গ্লাভস নিলামে তুললেন আর্জেন্টিনার গোলকিপার

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ব্যবহৃত গ্লাভস জোড়া এবার নিলামে বিক্রি হল।

‘গোল্ডেন গ্লাভস’ জয়ী মার্টিনেজ তাঁর হাতের মূল্যবান এবং স্মৃতিময় গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তার জন্য।জানা গেছে, মার্টিনেজের সেই গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। এই অর্থ আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডকে দান করা হবে।

নিলামের সময় মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে বাচ্চাদের উপকার হবে।’

গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার কথা ঘোষণা করেছিলেন মার্টিনেজ। সেই গ্লাভসে অটোগ্রাফও দেন তিনি।

মার্টিনেজ আরও বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে। সেটাই ভাল।’

About Somnath Adak

Check Also

Lake Town Sreebhoomi

Durga Puja 2024: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, প্রতি মণ্ডপেই থাকছে নতুন চমক

ইউ এন লাইভ নিউজ: মাতৃপক্ষের তৃতীয়া অর্থাৎ ৫ অক্টোবর। ইতিমধ্যে কলকাতার অনেক মণ্ডপেই ঠাকুর চলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *