‘আরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’ মার্কিন সেনেটের ঘোষণায় স্বস্তিতে ভারত

নিউজ ডেস্ক: ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। সেখানে চিন যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তা নিন্দনীয়। এমনই প্রস্তাব উঠল মার্কিন সেনেটে। মার্কিন সেনেটে তিনজন সেনেটর এই প্রস্তাব পেশ করেছেন। এর ফলে মনে করা হচ্ছে স্বস্তিতে ভারত।

ভারত চিন সীমান্তে দীর্ঘদিন ধরে চিনা ফৌজের সঙ্গে টক্কর চলছে ভারতীয় সেনার। চিনা আগ্রাসন নিয়ে বারবার ভারত কূটনৈতিক মহলে সরব হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন সেনেটের এই প্রস্তাব নয়াদিল্লিকে বাড়তি অক্সিজেন দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

অরুণাচলের কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লি ও বেজিংয়ের মধ্য দ্বন্দ্ব রয়েছে। ডিসেম্বরে দুই দেশের সেনার হাতাহাতিও হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন সেনেট এই প্রসঙ্গ উত্থাপিত হওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেনেটেররা পরিষ্কার জানিয়েছেন, অরুণাচল প্রদেশ ভারতে অবিচ্ছেদ্য অংশ। অরুণাচলে ভারতের ‘অখণ্ডতা ও সার্বভৌমত্ব’ বজায় রাখার প্রসঙ্গ তুলে চিনের কড়া নিন্দাও করা হয়েছে।

চিনা আগ্রাসনের জবাব দিতে মরিয়া ভারতও। এবার পিএলএকে আটকাতে নয়া সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি নয়, তিন-তিনটি ‘মাস্টারস্ট্রোক’ নিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপগুলি বেজিংকে অস্বস্তিতে ফেলবে।

চিন সেনার আগ্রাসন আটকাতে ইন্দো-তিব্বত সীমান্তে বর্ডার পুলিশের সংখ্যাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। শিনকু লা টানেল চালু করা। এবং গ্রামের জন্য ‘প্রাণবন্ত’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *