Arvind Kejriwal: প্রশ্নের জবাবে ‘আই ডোন্ট নো’, আদালতের নির্দেশে ফের বিপাকে কেজরি!

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ফের বিপাকে কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের আগে আবগারি দুর্নীতি মামলায় তাঁকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১৫ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই আদালত আপ সুপ্রিমোকে জেলে পাঠিয়েছে।

হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এদিন আদালতে কেজরিওয়ালকে হেফাজতে চাওয়ার জন্য সওয়াল করা হয়নি। এরপরই বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ইডি-র আইনজীবী এস ভি রাজু।

ইডি জানিয়েছে, হেফাজতে থাকার সময় তদন্তে কোনওভাবে সহযোগিতা করেননি কেজরিওয়াল। যাবতীয় প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু অভিযোগ করেন, “যে প্রশ্নই করা হয়েছে, তাতে অরবিন্দ কেজরীবাল ‘আই ডোন্ট নো’ উত্তর দিয়েছেন। বাজেয়াপ্ত করা মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটের পাসওয়ার্ডও দিচ্ছেন না কেজরীবাল। তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন তিনি।”

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। এই মামলায় টানা নবার ইডির তলব এড়িয়েছিলেন কেজরি। জেরার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতেও আবেদন করেছিলেন। তবে আদালতের নির্দেশে স্বস্তি মেলেনি তাঁর। রক্ষাকবচ না মেলার দিনই বাসভবন থেকে কেজরিকে গ্রেফতার করে ইডি।

অন্যদিকে, জেল থেকেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ছ’টি গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেগুলি হল –

  • দেশের গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা
  • ২৪X৭ বিদ্যুৎ পরিষেবা
  • প্রত্যেক এলাকায় সরকারি স্কুল
  • প্রত্যেক গ্রামে মহল্লা ক্লিনিক
  • মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল
  • প্রত্যেক মানুষকে সঠিক এবং বিনামূল্যে চিকিৎসা
  • স্বামীনাথন রিপোর্ট মোতাবেক কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান
  • দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া