নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির জন্য একটা ভোটও চাইতে যেতে পারবেন না বলে এবার হুঁশিয়ারি দিলেন, নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার। অসীম সরকারের এই মন্তব্যের পরেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
অসীম সরকার বলেন, ২০২৪ সালের আগে সিএএ লাগু না হলে, উদ্বাস্তুরা যদি মুক্তি না পান বিজেপির জন্য একটা ভোটও চাইতে যাতে পারব না। অসীম সরকারের এই বার্তার পরেই বিজেপির একাংশের মন্তব্য, এত বড় কথা এখন না বললেই ভালো করতেন অসীম সরকার। কারণ সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে।
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্বের অধিকার দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। সেই আশ্বাসের উপর ভর করেই বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল মতুয়রা। মতুয়াদের ভোটে ভর করে ২০১৯ এর লোকসভা নির্বাচনে কম করে ৫ টি আসনে জয় লাভ করেছিল বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট। আর তারপর বছর ঘুরলেই লোকসভা ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে গেলে সিএএ আইন লাগু করতে হবে। কিন্তু তার জন্য সেই আইনের সহায়ক আইন এখনও প্রণয়ণ হয়নি।
Leave a Reply