TMC

TMC: মা-বোনেদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের মুখে অশোকনগর কাউন্সিলর! তাঁকে সাসপেন্ড করল শাসকদল

ইউ এন লাইভ নিউজ: রবিবার অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার। ওই মন্তব্যের পরেই বিপাকে পড়েন তিনি। এ বার অশোকনগরের সেই তৃণমূল নেতাকে দল থেকে সাসপেন্ড করল ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান। সেইসাথে তিনি এ-ও জানান, তৃণমূল এ ধরনের মন্তব্যের তীব্রভাবে নিন্দা করছে।

তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর ‘মা-বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে’, বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই কুণাল জানান, যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ চলছে দফায় দফায়। সেইমতো অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকাতেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, ‘‘মা-বোনেদের সম্মান, আমাদের সম্মান’। সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই অতীশ বলেন, ‘‘আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তা হলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম।’’ তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো?’’ উল্লেখ্য, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অতীশের ওই বক্তব্যের অংশ এক্স হ্যান্ডলে পোস্ট করে সেখানে অতীশকে ‘তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী’ বলেও কটাক্ষ করেছেন।

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *