জাপান – ২ : জার্মানি -১
স্পোর্টস ডেস্ক: আবার এক এশিয়ার দলের কাছে ধরাশায়ী চারবারের বিশ্বসেরা দল! কাতার বিশ্বকাপের তৃতীয়দিনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। আর বুধবার, টুর্নামেন্টের চতুর্থ দিন জার্মানিকে হারিয়ে দিল জাপান! রেজাল্ট সেই আর্জেন্টিনা – সৌদি ম্যাচের মত। ২-১। আরও বিস্ময়কর হল, পরাজিত দুই দলেরই একটি করে গোল এল পেনাল্টি থেকে!
ম্যাচের শুরু দেখে বোঝাই যায়নি জাপান তাদের বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ এই ম্যাচেই পাবে। বরঞ্চ বিরতির পর খেলতে নেমে চমক দেখায় জাপান। ম্যাচের ৭৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় জাপান। দুই ফরওয়ার্ড রিৎসু দোয়ান ও টাকুমা সিট গোল দুটি করেন।এর আগে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে এ গোল পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি (১-০)। ঠিক আর্জেন্টিনার মত ঘটনা। তারমধ্যে জাপান রক্ষণ টলিয়ে ৭টি শট নেয় জার্মানি। এর মধ্যে দুটি ছিল তেকাঠিতে। সেই সময়,জার্মান দাপটে ম্যাচের ৩৩ মিনিটে একটি শটও নিতে পারেনি জাপান।এদিকে প্রথমার্ধের অতিরিক্ত ৫ মিনিটের মাথায় জাপানের জালের আরেকটি বল পাঠালেও অফসাইডের কারনে বাতিল হয়ে যায় গোলটি। কাই হাভার্টেজ অফসাইড হয়ে যাওয়ায়, কাজে লাগেনি জার্মান ফরওয়ার্ড সার্জে গ্নাব্রের চেষ্টা। ভিআর সিদ্ধান্তে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। ১-০ গোলের ব্যবধানে বিরতি হয়।
দ্বিতীয়ার্ধে নেমেই একের পর এক চমক দেখাতে থাকে জাপান। ম্যাচের ৭৫ মিনিটে লেফট থেকে মিতোমার পাসে শট নেন মিনামিনো। এটি রুখে দেন নুয়্যার। তবে বল আটকে রাখতে পারেননি। বল ডি বক্সে ফিরে এলে ফিরতি শটে তা জালে জড়িয়ে দেন জাপানি ফরওয়ার্ড রিৎসু ডোন (১-১)। ম্যাচ সমান-সমান। মাত্র ৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের হদিশ পেয়ে যায় জাপান। ৮৩ মিনিটে ইতাকুনার লং পাস ডান দিকে ধরে এগিয়ে যান তাকুমা আসানো। একজনকে চকিতে কাটিয়ে ঢুকে যান ডি বক্সে। তারপর নিখুঁত শটে গোল করেন আসানো। আর এতেই জার্মানদের দৌড়- ঝাঁপ সব, ২-১ গোলে এগিয়ে যায় জাপান। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
ম্যাচ স্ট্যাটিসটিক্স বলে দিয়েছে, পুরো ম্যাচের মাত্র ২৬ ভাগ সময় জাপানের দখলে ছিল বল। আর এর মধ্যেই বাজিমাত করে দিয়েছে এশিয়ার শক্তিধর এই দেশটি। পুরো ম্যাচে মোট ১২টি শট নেয় জাপান। এর মধ্যে ৪টি ছিল গোলের তেকাঠির মধ্যে। আর এতেই জার্মানদের ঠেকিয়ে দেয় জাপানি দুই ফরওয়ার্ড। আর অন্য দিকে? গোটা ম্যাচে দাপট দেখিয়ে শেষ হাসি হাসতে পারেনি জার্মানি। ম্যাচে মোট ২৬টি শট নেয় তারা। এর মধ্যে ৯টি তেকাঠির নিলেও গোলের হদিশ পায়নি তারা। জার্মানির একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে।