ইউ এন লাইভ নিউজ: শনিবার অর্থাৎ ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। রাজ্যে মোট ৯০ আসনে একদফা ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ পর্ব চলছে। সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। ভোটের ফলাফল জানা যাবে ৮ অক্টোবর। ভোটের জন্য কড়া নিরাপত্তা হরিয়ানা জুড়ে। ৩০ হাজার পুলিশ ও ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ।
এদিন সকাল থেকেই সব কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ৩০ হাজারের বেশি পুলিশকর্মী এবং ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের জন্য। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’কোটিরও বেশি। মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। প্রার্থী রয়েছেন ১০৩১ জন। মোট বুথের সংখ্যা ২০৬২৯।
হরিয়ানায় গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার হ্যাটট্রিক করাই লক্ষ্য পদ্ম শিবিরের। তবে কংগ্রেস এবার জোর লড়াই দিচ্ছে। অন্যদিকে হরিয়ানার জাঠ অধ্যুষিত এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি (ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল) এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার দল জেজেপি (জননায়ক জনতা পার্টি)।
হরিয়ানার নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা প্রমুখ। অলিম্পিক্স থেকে পদক হারিয়ে ফিরে নির্বাচনের মুখে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। দল তাঁকে জুলানা থেকে প্রার্থী করেছে। তাঁর কেন্দ্রের ফলাফলের দিকেও আলাদা করে নজর থাকবে।
Leave a Reply