ডেঙ্গিতেই মৃত্যু খোদ বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপারের

নিউজ ডেস্ক : চোখ রাঙাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। গত দশ মাসেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই। যদিও মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এরই মধ্যে ডেঙ্গির কোপে প্রাণ হারিয়েছেন খোদ বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪২ বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার।

চিকিৎসক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অনির্বাণ। একাধিক উপসর্গ থাকায় করা হয় ডেঙ্গি পরীক্ষা। সেই রিপোর্ট পজিটিভ আসতেই, ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। পরিস্থিতি স্বাভাবিক হলেও শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।

আরও পড়ুন : প্রাথমিকে মামলা চললেও নিয়োগ প্রক্রিয়ায় বাধা হবে না কোর্ট, জানালেন বিচারপতি

হৃদযন্ত্র এবং রক্তচাপজনিত সমস্যা হতেই সিসিইউতে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা শুরু করা হয়, তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। এই ঘটনা রাজ্যবাসীর আতঙ্ক আরও কিছুটা বাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন।

আরও পড়ুন : সেতু বিপর্যয় ঘটনায় ইমেল বিতর্ক, সাসপেন্ড মোরবি পুরসভার চিফ অফিসার