প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ করোনার নাসাল স্প্রে

নিউজ ডেস্ক : করোনার চোখরাঙানিতে গত দু’বছর স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। বর্তমানে সংক্রমনের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি মহামারি। এই ভয়াবহ সংক্রমণ থেকে বাঁচতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা। কিন্তু সেই চেষ্টায় এবার বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা নাসাল স্প্রে প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা নাসাল স্প্রে ভ্যাকসিন অনুনাসিক শ্লেষ্মা টিস্যুতে বা স্বেচ্ছাসেবকদের শরীরের বাকি অংশে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেনি। কার্ডিফ ইউনিভার্সিটির সংক্রামক রোগের পাঠক অ্যান্ড্রু ফ্রিডম্যান পরীক্ষার ফলাফলকে হতাশাজনক বলে অভিহিত করেছেন।

টিকাটি প্রাথমিক পর্যায়ে ৩০ জনের মধ্যে এবং ১২ জনের বুস্টার হিসাবে ব্যবহার করা হয়েছিল। এরপরই অ্যাস্ট্রা ট্রায়ালের প্রধান তদন্তকারী, স্যান্ডি ডগলাস একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের জরুরী পর্যায়ে ভ্যাকসিনগুলির উন্নতির জন্য আরও গবেষণা করতে হবে, যাতে মহামারি ভাইরাসের সংক্রমণকে নিরাপদভাবে আটকানো যায়।’

আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে পঞ্চভূতে বিলীন হলেন মুলায়ম সিং যাদব

About Unlive

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *