নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়িতে দু-পক্ষের গোলাগুলিতে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রও। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় বোমাবাজি হয়েছে। শনিবার সকালে তাঁরা গোলাবাড়ি বাজার এলাকায় বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র এবং কারতুজ উদ্ধার করেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেন, ‘‘ছজনকে গ্রেফতার করা হয়েছে। বোমা এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।’’
অন্যদিকে এদিন বাসন্তীর ভারতীর মোড় এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছেন অন্তত তিন জন। তাদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে ভারতীর মোড় এলাকা। শব্দের উৎস খুঁজতে গিয়ে প্রকাশ্যে আসে বোমা বাঁধার বিষয়টি। পুলিশ জানতে পারে, মনিরুল খান নামে এক জনের বাড়িতে বোমা বাঁধা চলছিল। সেখানেই আচমকা বিস্ফোরণ হয়।
Leave a Reply