স্পোর্টস ডেস্ক: চলছে ডুরান্ড কাপ। খেলছে এটিকে মোহনবাগান। কিন্তু আইএসএল খেলা সবুজ – মেরুন দল, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে নিল। মুম্বই এফ সির বিপক্ষেও জয় এল না। ১-১ গোলে ড্র হল। অর্থাৎ , পয়েন্ট এল ঘরে। ৭৬ মিনিট ম্যাচে এগিয়ে থাকা এবারের খেতাব দাবিদার-
এটিকে মোহনবাগানের রক্ষণ বিপক্ষকে বাকি ১৪ মিনিট ( ইনজুরি টিমের আগে পর্যন্ত) রুখে দিতে পারেনি। তাই জেতা ম্যাচেও পয়েন্ট খুইয়ে বেশ চেপে পড়ে গেল ঠিক ডার্বির আগে।
ফিরে দেখলে , দেখা যাচ্ছে — যুবভারতীতে গ্রুপ লিগের প্রথম ম্যাচে অনামী রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে হেরেছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে জয়ের ছন্দে আসতে মরিয়া ছিল তারা। তবে সেটা হতে দিল না মুম্বই সিটি।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সবুজ মেরুন ব্রিগেড। লিস্টন কোলাসো গোল করে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে। ম্যাচের ৪০ মিনিটে আশিস রাই জোরালো শট নিলে, বল গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে । সেই ফিরতি বলে গোল করেন লিস্টন কোলাসো (১-০)।
এই গোলটির আগেই, প্রথম গোল করে এগিয়ে যাওয়ার সুযোগটি হাতছাড়া করেছিল মুম্বই। ম্যাচের বয়স ৩০ মিনিট হবে। ম্যাচে সব থেকে সহজ এই সুযোগটি পেয়েছিল মুম্বই সিটি। বিপিন এটিকে মোহনবাগানের গোলের কাছে পৌঁছে গিয়েছিল। গোলরক্ষক ও বিপিনের সামনে আর কেউ ছিলেন না। কিন্তু শেষ পর্ষন্ত বিশাল কাইথকে হারাতে পারেননি মুম্বই-এর স্ট্রাইকার।
বরাত মন্দ সবুজ মেরুন ব্রিগেডের। তা না হলে, লিস্টনের শট পোস্টে লেগে ফিরে আসে! প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। পরে পেরেরা ডিয়াজের গোলে সমতা ফেরায় মুম্বই সিটি। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে (১-১ ) রূপ আর রং বদলে দিল।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে হার, পরের ম্যাচে ড্র। মিলেছে প্রথম পয়েন্ট। পরের ম্যাচ ২৮ আগস্ট। প্রতিপক্ষ সেই লাল হলুদ ব্রিগেড। সেই ম্যাচ ” জয়” আনবে ভেবেই আশাবাদী এটিকে মোহনবাগান ফ্যান – সমর্থকরা।
ইমামী ইস্ট বেঙ্গল আজ নামছে রাজস্থান ইউনাইটেডের বিপক্ষে। এই আই লিগের দলটি সবুজ মেরুন ব্রিগেডকে হারিয়ে এখন গ্রুপ শীর্ষে।
Leave a Reply