ATK Mohun Bagan: ষষ্ঠ বিদেশি দিমিত্রি পেত্রাতোস এলেন বাগানে

স্পোর্টস ডেস্ক: সদ্য ডার্বি জয়। একটা হার এবং একটা ড্র-য়ের পর লাল-হলুদ বাহিনীকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তিতে বাগান-হেডস্যার ফার্নান্দো। যদিও, খুব বেশি স্বস্তিতে নেই এটিকে মোহনবাগান। পর পর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখে বাগান শিবিরের চিন্তা বাড়িয়েছেন হুগো বুমোস। আক্রমণাত্মক মিডফিল্ডার হয়ে বিশেষ নজর কেড়েছেন তিনি। বাগান শিবিরের এই চিন্তা দূর করতে এবার কলকাতার মাটিতে পা রাখলেন অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

এদিন সংবাদমাধ্যমকে দিমিত্রি বলেছেন, ‘এএফসি কাপে ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি’। চলতি ডুরান্ড কাপে তাঁর খেলার কথা নয়, এমনটাই জানিয়েছে সবুজ মেরুন শিবির।

ডুরান্ড কাপে এখন অবধি ৩টি ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। ৩টি ম্যাচ খেললেও এখনও বিপক্ষের জালে বল জড়াতে পারেনি সবুজ মেরুন শিবির। ডিফেন্স এবং মাঝমাঠ তুলনামূলক ছন্দে থাকলেও অনেকটাই দুর্বল টিমের আক্রমণ-ভাগ। সবুজ মেরুন কোচ জুয়ান ফার্নান্দো এমন একজন ফুটবলারকেই চাইছিলেন, যিনি দলের আক্রমণভাগ ও মাঝমাঠের মধ্যে সমন্বয়সাধন করবেন। যিনি আবার গোলটিও ভাল চেনেন।

পেত্রাতোসের এসে যাওয়া মোহনবাগান শিবিরকে অনেকটাই চাঙ্গা করে তুলবে। হুগো বুমোস ও জনি কাউকো, যাঁরা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বিশেষ পরিচিত। দিমিত্রি এসে যাওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হবে। দিমিত্রি নিজেও বলেছেন, ‘আমি সব পজিশনে খেলতে পারি, কোচ আমাকে যেভাবে ব্যবহার করবেন, সেই ভাবেই খেলব। যেখানেই খেলি সেরাটা দেব।’

বাগানের এশীয় কোটার তারকা দিমিত্রি। তিনিই দলের ষষ্ঠ বিদেশি। তিনি এসে যাওয়া মানে দলের গোল খরা মিটবে, এমনই মনে করছেন সমর্থকরাও। অস্ট্রেলিয়ার এ লিগে তাঁর একটি ফ্রিকিক নিয়ে আলোড়ন হয়েছিল একটা সময়। দিমিত্রি নামে ইউটিউবে সার্চ করলে দেখা যাবে, তাঁর সেই ফ্রিকিকের ঝলক।

বুধবার ডুরান্ড কাপে শেষ আটের লক্ষ্যে বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ‘ইন্ডিয়ান নেভি’- এই গ্ৰুপের সবচেয়ে দুর্বলতম দল। পাশাপাশি নেভি বনাম রাজস্থান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে বাগান হেডস্যারকে। ওই ম্যাচ জিতলেই রাজস্থান চলে যাবে পরের রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে ইমামি ইস্টবেঙ্গল যদি শেষ ম্যাচে মুম্বই এফসিকে হারায় সেক্ষেত্রে আখেরে লাভ হবে এটিকে মোহনবাগানেরই।

দুর্বলতম দল হলেও ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল নেভি। বিপক্ষ দল বিদেশিহীন হলেও, হালকা চোখে দেখতে নারাজ ফেরান্দো।

আরও পড়ুন: চৌবেকে সামনে রেখে লড়ছে বিজেপি! নাছোড়বান্দা বাইচুং

৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে কুয়ালা লামপুর এফসির বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চান বাগান কোচ।