Border-Gavaskar Trophy

Ind vs Aus,1st Test BGT 2023: ভারতের স্পিনে পা পিছলে আলুর দম অস্ট্রেলিয়া, দিনের শেষে ১০০ রানে পিছিয়ে ভারত

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: এবার নাগপুর টেস্টে ভারতীয় স্পিনারদের কব্জির ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে বেঙ্গালুরু শহর থেকে কিছুটা দূরে আলুরে শিবির করেছে অজিরা। প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে সেটাই সেরা বিকল্প মনে হয়েছে। ক্ষত তৈরি করা পিচে অনুশীলন করেছে। কিন্তু স্পিন আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। ভারতীয় স্পিনাররা সেই স্পিন জুজুকেই কাজে লাগালেন। অশ্বিন-জাডেজার স্টাইলে বোলিং করতে পারেন, এমন দু-জনকে নিয়ে প্রস্তুতি সেরেছিল অজিরা। কিন্তু তাদের প্রথম ইনিংস শেষ মাত্র ১৭৭ রানেই। দিনের খেলার মাত্র সাত বল বাকি থাকতে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। অভিষেক টেস্টে নামা টড মার্ফি তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন। কেরিয়ারের প্রথম টেস্ট উইকেট মার্ফির। দিনের শেষে ভারত ৭৭-১।

নাগপুর টেস্টে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, প্রথম ইনিংসে তারা ১৭৭ রানে অলআউট হয়ে যায়। মারনাস লাবুশেন ৪৯ রান করেন। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পাঁচটি এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটে উইকেট শিকার করেছেন। এছাড়া সিরাজ এবং সামি একটি করে উইকেট শিকার করেছেন। ভারতকে প্রথম সাফ্যল্য দিল মহম্মদ সিরাজ। উসমান খোয়াজাকে লেগ বিফোর করেন সিরাজ। যদিও মাঠের আম্পায়ার আউট দেননি। সিরাজের আত্মবিশ্বাসে রিভিউ নেন রোহিত। সাফল্য়ও আসে। দ্বিতীয় উইকেটটি টেস্ট ম্যাচের দর্শকদের জন্য অন্য়তম সেরা মুহূর্ত। রাউন্ড দ্য উইকেট বল করেন মহম্মদ সামি। ছিটকে দেন ডেভিড ওয়ার্নারের উইকেট। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। কিছুটা সাফল্য় আসে মার্নাস লাবুশেন-স্টিভ স্মিথ জুটিতে। ৮২ রান যোগ করে তারা। দুটো অনবদ্য ডেলিভারিতে এই দু-জনকে প্য়াভিলিয়নে পাঠান রবীন্দ্র জাডেজা। লাবুশেন ফ্লাইটে বিট হন, উইকেটের পিছনে অনবদ্য অভিষেককারী শ্রীকার ভরত।

এত দ্রুততায় স্টাম্প করেন, তাঁর সিলেকশন নিয়ে প্রশ্ন তোলার জায়গাই দেননি। স্মিথকে সেরা ডেলিভারিতে ফেরান জাডেজা। স্পিনের জন্য ডিফেন্স করেছিলেন স্মিথ। যদিও জাডেজার আর্ম বল ব্য়াড-প্য়াডের গ্য়াপে উইকেটে লাগে। পিটার হ্য়ান্ডসকম্ব ও উইকেটকিপার অ্যালেক্স ক্য়ারি পাল্টা আক্রমণে ভারতকে চাপে ফেলার চেষ্টা করলেও জাডেজা, অশ্বিনের সামনে অসহায় দেখায়। শেষ অবধি ১৭৭ রানেই অলআউট অজি ইনিংস। জাডেজা ৫ উইকেট নেন। অশ্বিন তিন উইকেট।