ইতিহাস তৈরি করলো AXIS BANK

সৃষ্টি ধর ঘোষ: আজ ২১-১০-২০২২ ইতিহাস এর পাতায় নাম লেখালো Axis bank এর শেয়ার। ২০-১০-২০২২ তারিখে এক্সিস ব্যাঙ্ক এর ত্রৈমাসিক রেজাল্ট বার হয় এবং দুর্দান্ত লাভ হবার জন্য এই শেয়ার টি আজকে প্রায় ৯% বেড়ে বন্ধ হয় ৯০০ তে। আজকের পারফরমেন্স হলো Axis bank এর ট্রেডিং ইতিহাসের একদিনের সব থেকে বেশি বার। আজকে সারাদিন Axis bank শুধু বেড়েই গেছে এবং লগ্নিকারিরা ভালো মুনাফা দেখতে পেয়েছে। Buy on dips হলো Axis Bank এর জন্য trading strategy।

নিফটি ১২ পয়েন্ট বেড়ে ১৭৫৭৬ তে বন্ধ হয়। ব্যাংকনিফটি ৬৮৪ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৪০৭৮৪ তে। ১০৪ পয়েন্ট বেড়ে Sensex বন্ধ হয় ৫৯৩০৭ এ।

ভারতীয় শেয়ার বাজার বিশ্ব শেয়ার বাজার এর তুলনায় অনেক টা ভালো জায়গায় আছে। বাজার এখন ঊর্ধ্বমুখী আছে। Banking সেক্টর সব থেকে বেশি শক্তিশালী অবস্থায় আছে অন্যান্য সেক্টর এর তুলনায়। এছাড়া Financial service এবং Nifty Energy সেক্টর ও ভালো প্রদর্শন দেখিয়েছে আজকের বাজার এ।

DISCLAIMER :

www.ChartTrading.In is an educational website for traders and investors. This update is an

information service only .The author shall not be liable for any loss or profit or any other

commercial damages, including but not limited to special, incidental, consequential, or other

damages.

S. D. Ghosh

www.charttrading.in

শেয়ার বাজার নিয়ে এই মতামত লেখকের নিজস্ব। ইউএন লাইভ নিউজের

নয়। লগ্নিকারিদের প্রতি অনুরোধ তারা যেন সব তথ্য জাচাই করেই লগ্নি

করেন