অয়ণের কীর্তি ফাঁস, ডাস্টবিন থেকে উদ্ধার চাকরি প্রার্থীদের তালিকা!

নিউজ ডেস্ক:  পুরসভার টেন্ডারে এক চেটিয়া দাপট ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অয়ন শীলের। পুরসভার টেন্ডার পেতে নিজেরাই একাধিক সংস্থার নামে দর পত্র জমা দিতেন  অয়ন শীল। এমনকী টেন্ডার পাওয়ার জন্য দুর্নীতিও করা হত বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়নকে গ্রেফতারের পরেই ইডি দাবি করেছিল, প্রচুর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, অয়নকে জেরা করে তদন্তকারীরা জানতে পরেছেন, পুরসভার আধিকারিকদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। পুরসভার কাজের বরাত পেতে হলে চার থেকে পাঁচটি কোম্পানি দরপত্র দিতে পারত। প্রভাব খাটিয়ে এবিএস ইনফোজোনের পাশাপাশি বেশ কয়েকটি ভুয়ো কোম্পানির মাধ্যমে দরপত্র জমা করত অয়ন। ফলে তাঁর হাতে থাকা সংস্থায় কাজের বরাত পেত। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই পুরসভা গুলির একটি তালিকা তৈরি করা হচ্ছে। এবং আগামী দিনে টেন্ডারের পদ্ধতি জানার জন্য তাদের কাছে তথ্য চেয়ে পাঠানো হবে। এমনকী হাইকোর্টেও রিপোর্ট আকারে তথ্য পেশ করা হবে।

অন্যদিকে অয়ন শীলকে জেরা করে পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছ। তদন্তকারী আধিকারিকদের দাবি, রাজ্যের পুরসভার গুলির মোট ৬ হাজার চাকরি বিক্রি হয়েছে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত নথির হদিশ পাওয়া যায়। সেখানে ছিল চাকরিপ্রার্থীদের নামের তালিকা। সেখান থেকে একাধিক পুরসভার নামও পাওয়া গিয়েছে।