B.Ed college

B.ED College: অভিযোগের কাঠগড়ায় এবার বিএড কলেজগুলি!

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ভুয়ো শিক্ষক দিয়ে চলছে বি এড কলেজ কেবলমাত্র শিক্ষকই নয় সঙ্গে ভুয়ো টাকা দিয়ে চলছে শিক্ষকের বেতনও। যখন শিক্ষক নিয়োগের অভিযোগে সারা রাজ্য তোলপাড় তারই মাঝে আবার উঠে এলো কিছু ভুয়ো কলেজের খবরও। ভুয়ো শিক্ষক ও বেতন দিয়ে দিনের পর দিন চলছে সেসব কলেজ। সাথে সাথে কলেজগুলির উপযুক্ত কাগজপত্র নেই বলেও সম্ভাবনা। এনসিটিই ২০১৪ সালে যে নিয়ম বার করে সেই সব নিয়মও এই কলেজগুলি মানছে না বলে ধারণা। এইরকমই এক পরিস্থিতিতে অভিযোগ দায়ের হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপযুক্ত পরিমাণ তথ্য চাওয়া হয়েছে, তথ্য বা প্রমাণ না পেলে কলেজ গুলির অনুমোদন বাতিল হয়ে যাবে বলে সূত্রের খবর।

শিক্ষক নিয়োগের দুর্নীতির পাশাপাশি বিভিন্ন কলেজগুলির নামেও বিভিন্ন অভিযোগ উঠতে থাকে সবার প্রথমেই দুর্নীতি দুর্নীতির অভিযোগ আসতে থাকে কিছু বিএড কলেজের নামে একাধিক বিনিয়ম ভুয়ো সার্টিফিকেট অনুমোদন এইসব নিয়েই চলতে থাকে কলেজগুলি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি এই দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে রাজভবনের তরফে এইসব কলেজগুলির থেকে রাজ্যপালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে।

এই ধরনের নানা অভিযোগের কারণে তঠস্থ হয়ে বসেছে আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য এনসিটিই গাইডলাইন অনুযায়ী ৫০ জন পিছু ৮ জন করে শিক্ষক নিয়োগের প্রয়োজন। কিন্তু এইসব ভুয়ো কলেজে ভুয়ো শিক্ষক খাতায়-কলমে দেখানো হয়েছে এবং তা দেখিয়ে অনুমোদন পত্র হাসিল করা হয়েছে, পরে এই ঘটনা সামনে আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।