জোড়া খুন কাণ্ডে গ্রেফতার সত্যেন্দ্র, ফাঁসি চাই, দাবি মৃত ছাত্রের মায়ের

নিউজ ডেস্ক: দুসপ্তাহ ধরে রুদ্ধশ্বাস লুকোচুরির পরে অবশেষে পুলিশের জালে বাগুইআটি জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি। শুক্রবার সকালে তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে বিধান নগর থানার পুলিশ। এদিন সত্যেন্দ্র গ্রেফতারের খবর সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্র, অতনুর মা। তিনি সত্যেন্দ্রর ফাঁসির দাবি করেছেন।

বাগুইআটি ছাত্র খুনের দুসপ্তাহ পরেও পুলিশের চোখে বার বার ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সত্যেন্দ্র চৌধুরি। বার বার পাল্টাচ্ছিল তাঁর মোবাইল লোকেশন। পাল্টাচ্ছিল মোবাইলের সিম কার্ড। সিআইডি-র হোমিসাইড শাখা এবং বিধাননগর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে ছাত্র খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে।

পুলিশ সূত্রে খবর, ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। তবে শেষ পর্যন্ত তাঁর সেই পরিকল্পনা ভেস্তে দেয় বিধাননগর পুলিশের বিশেষ দল। তাঁরা সাদা পোশাকে সেখানে ছিলেন। সত্যেন্দ্র হাওড়া স্টেশনে পা দিতেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পুজোর অনুদান নিয়ে মামলা, দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত হাইকোর্টে

বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র।

জগত্‍পুর বাজার এলাকা থেকে সে দড়িও কিনে এনেছিল। সঙ্গীদের বলেছিল, কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে। পুলিশ সূত্রে দাবি, খুনের পর সঙ্গীদের নিয়ে সত্যেন্দ্র কেষ্টপুর এলাকায় চলে আসে। ফেরত দেয় ভাড়া নেওয়া গাড়িটি। সঙ্গীরা টাকা চাইলে এক জায়গায় তাদের দাঁড় করিয়ে রেখে অন্ধকার গলি দিয়ে চম্পট দেয় সত্যেন্দ্র।