ইউ এন লাইভ নিউজ: গতকাল চব্বিশের লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে। পরদিন অর্থাৎ বুধবার আবারও নিরাশ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন আরও একবার খারিজ হয়ে গেল। যার কারণে কেজরির জেল হেফাজতের মেয়াদ বেড়ে ১৯ জুন পর্যন্ত হল।
উল্লেখ্য, উচ্চ আদালত আম আদমি পার্টির প্রধানকে লোকসভা ভোটের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। তবে সেই মেয়াদ ছিল ২ জুন অবধি। সেই কারণে তাঁকে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত রাখতে জাতীয় কংগ্রেসের সর্ববভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ১ জুন মিটিং-র আয়োজন করে।
তারপর তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই কারণে লোকসভা ভোটে নতুন সরকার গঠনের খবর কেজরিওয়ালকে জেল থেকেই দেখতে হবে। এদিন কেজরিওয়ালের আইনজীবী তাঁর স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত এই আবেদনকে খারিজ করে দেয়।
Leave a Reply