ইউ এন লাইভ নিউজ: দেশজুড়ে রেল নেটওয়ার্কে বিপ্লব! শহরের মধ্যে দূরত্ব কমাতে রেলের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে দ্রুত ট্র্যাকগুলির রক্ষনাবেক্ষনের কাজও শুরু হয়েছে। একই সঙ্গে যাত্রী সুরক্ষাতেও জোর দেওয়া হচ্ছে। তবে ভারতীয় রেলে অনেকটাই গতি এনেছে বন্দেভারত এক্সপ্রেস। বাংলা সহ একাধিক রুটে ছুটছে নয়া এই ট্রেন। যা খবর, খুব শীঘ্রই একাধিক নতুন বন্দেভারত এক্সপ্রেস আসতে চলেছে। অন্তত পাঁচটি নতুন বন্দেভারত আসতে চলেছে। সংবাদ সূত্র অনুযায়ী, শীঘ্রই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি থেকে পাঁচটি বন্দে ভারত ট্রেন প্রস্তুত হবে। ট্রেনগুলির নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। কিন্তু কোন রুটে চলবে এই পাঁচ বন্দে ভারত? বাংলা এই সুযোগ সুবিধা পাবে কী?
নতুন বন্দে ভারত ট্রেনে অনেক অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। সমস্ত ট্রেন ১৬ কোচের হবে। পুরানো বন্দে ভারত ট্রেনগুলির থেকে নতুনগুলি আরও ভাল হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ট্রেনগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইসিএফ চেন্নাইতে ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত ৭০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নির্মান করা হয়েছে। এছাড়াও ৭৫,০০০ টি রেলওয়ে কোচ তৈরি করা হয়েছে। পাঁচ শতাধিক ডিজাইনে কাজ করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, চলতি আর্থিক বছরে ৩,৫১৫ টি কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে। আর সেভাবেই কাজ হচ্ছে। এই বিষয়ে নির্মলা সীতারমনের বাজেটে ঘোষণার কথা থাকলেও তেমন কিছু হয়নি। তবে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের ৬০০ টিরও বেশি কোচ নির্মাণ করা হবে। তৈরি হবে ১৫০০ এর বেশি এইচএলবি কোচ। বর্তমানে বন্দেভারত ট্রেনে আট থেকে ১৬টি কোচ রয়েছে, তবে ভবিষ্যতে এর রূপ পরিবর্তন হতে চলেছে। এমনটাই দাবি কর্তৃপক্ষের। তবে নতুন পাঁচটি বন্দে ভারত ঠিক কোন রুটে দেশের ছুটবে তা এখনও স্পষ্ট নয়। প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই ট্রেনগুলির রুট নির্ধারণ করা হবে।
Leave a Reply