ইউ এন লাইভ নিউজ: কিছুদিন আগেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পথে নেমেছিল বাংলাদেশের ছাত্ররা। যা নিয়ে উত্তাল ছিল গোটা বাংলাদেশ। কিন্তু শান্ত হয়েও যেন অশান্তি থেকেই যাচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবারও উত্তাল হল বাংলাদেশ। আন্দোলনকারীদের যৌথমঞ্চ, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর পূর্বঘোষিত মিছিল কর্মসূচি ঘিরে এ বার রক্তাক্ত হল কুমিল্লা শহর।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম জানাচ্ছে, সশস্ত্র দুষ্কৃতীরা শনিবার কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালিয়েছে। এবং ওই ঘটনায় অন্তত পাঁচ জন আন্দোলনকারী গুরুতর ভাবে জখম হয়েছেন। অভিযোগ উঠছে যে শাসকদল আওয়ামী লীগের যুব সংগঠন এই হামলা চালিয়েছে। রেসকোর্স এলাকায় ওই গুলিবিদ্ধ পড়ুয়াদের স্থানীয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি শনিবার বিকেলে বলেন, ‘‘হাসপাতালে পাঁচ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা তাঁদের চিকিৎসা করছি। তবে তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।’’ প্রকাশিত খবরে জানানো হয়েছে, গুলি চালানোর ওই ঘটনার পরেই মারমুখী আন্দোলনকারীরা কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
Leave a Reply