নিউজ ডেস্ক: আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রফতানি বন্ধ করার নোটিস দিল বাংলাদেশের সুপ্রিমকোর্ট। বাংলাদেশ সরকারের কাছে আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান আবেদন করেন, এই বিষয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে পশ্চিমবঙ্গে রফতানি হয়েছে পদ্মার ইলিশ। পরপর দুই বছরের মত এবারেও পুজোর আগে পশ্চিমবঙ্গে ঢোকার কথা ছিল পদ্মার ইলিশের। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ঘোষণা করেছিল মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে এদেশে। তারপরই হঠাৎ সব ইলিশ রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ সরকারকে।
আরও পড়ুন: সমুদ্র কি গ্রাস করে নেবে পৃথিবীকে, উদ্বিগ্ন বিজ্ঞানীরা
রবিবার, আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান নোটিস পাঠিয়ে বলেন, বাংলাদেশ থেকে এত পরিমান ইলিশ রফতানি হওয়ায় দেশের জাতীয় মাছকে চড়া দামে কিনতে হচ্ছে দেশের মানুষকেই। বাংলাদেশের দরিদ্র মানুষেরা ইলিশের দাম বাড়ায়, তা কেনার কথা ভাবতেই পারছেন না। তিনি আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর ইলিশের রফতানিতে ছাড়পত্র দেওয়ার পর থেকেই বাংলাদেশের বাজারে রুপোলি শস্যের দাম ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন: পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, রাজ্যে বাড়ছে মৃত্যুর সংখ্যা
রপ্তানি নীতি ২০২১-২০২৪ সালের উল্লেখ করে আইনজীবী নোটিসে বলেন, ইলিশ মাছ রফতানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রক বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে এবং আইন লঙ্ঘন করে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি বন্ধ না হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া বা মামলার হুমকিও দিয়েছেন তিনি।