নিউজ ডেস্ক: এবার হাওড়ার শিবপুর। রাজ্যে টাকা উদ্ধার যেন আর শেষই হচ্ছে না। কাঁড়ি কাঁড়ি এই টাকার উৎস কী, কোথা থেকে আসছে এত টাকা? তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই উঠে আসছে কেষ্ট-বিষ্টুর নাম। তার মধ্যেই রবিবাসরীয় ছুটির দিনে হাওড়ার শিবপুর থেকে ফের উদ্ধার হল কোটি কোটি টাকা।
কোটি কোটি টাকা, মূল্যবান গহনা উদ্ধার
সপ্তাহ শেষের ছুটির দিনে আবার রাজ্যবাসীর চোখ আটকে গেল টাকা উদ্ধারের ঘটনায়। শিবপুরের এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। ঘটনার তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ কোটি কোটি টাকা উদ্ধার করেছে। এছাড়াও সোনা, রুপো এবং হিরের গয়নাও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশি তদন্তে সামনে এসেছে একটি সুজুকি গাড়িও। গাড়ির নম্বর ডব্লিউ বি ১২ সি ৭৭৫১। উদ্ধার হওয়া গাড়ি সংক্রান্ত একাধিক তথ্য পেয়েছে তদন্তকারীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।
অধরা অভিযুক্ত
পুলিস সূত্রের খবর, একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু দিন ধরেই প্রচুর টাকার লেনদেন হচ্ছিল। তা নজরে আসতেই সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। জানানো হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশকে। তারপরেই শুরু হয় তদন্ত। ফ্রিজ করে দেওয়া হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টটি যাঁর নামে সেই শৈলেশ পান্ডার সম্পর্কেও শুরু হয় খোঁজ খবর। সেই সূত্রেই রবিবার শিবপুরে ওই অভিজাত আবাসনে হানা দেয় তদন্তকারীরা। তবে মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র, প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ‘সবাই রাজা হতে চাইছে’ মুখ খুলেই বিতর্কে জড়ালেন দলের বিধায়ক
Leave a Reply