নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থী।
মোট শূন্যপদ: ৮ টি
পদের নাম : •জুনিয়র অ্যাসিন্ট্যান্ট
•সেক্রেটারি টু ভাইস চান্সেলর
•জুনিয়র টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট গ্রেড I & II
বেতন : •জুনিয়র অ্যাসিন্ট্যান্ট – পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে ২৭,৫০০ টাকা
•সেক্রেটারি টু ভাইস চান্সেলর – পে লেভেল ৯ অনুযায়ী প্রতিমাসে ৩১,১০০ টাকা
•জুনিয়র টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট গ্রেড I & II – পে লেভেল ৮ অনুযায়ী প্রতিমাসে ৩৫,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র অ্যাসিন্ট্যান্ট – •উচ্চ মাধ্যমিক পাশসহ ৬ মাসের কম্পিউটারের কোর্স বা ডিপ্লোমা পাশ আবশ্যক
সেক্রেটারি টু ভাইস চান্সেলর – •গ্র্যাজুয়েশন পাশ •ইংলিশে দক্ষতা •১০ বছরের কাজের অভিজ্ঞতা
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট গ্রেড I & II – •সাইন্স স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাশ •কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা আবশ্যক •ল্যাব অ্যাসিন্ট্যান্ট হিসেবে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক
আবেদনের পদ্ধতি : অফলাইনে আবেদন করতে হবে। https://www.bankurauniv.ac.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে বিজ্ঞপ্তির তিন নম্বর পেজ থেকে আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড কপি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় রেজিস্ট্রার্ড বা স্পিড পোস্ট করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Bankura Block – II, P.O.- Purandarpur, Dist.- Bankura, West Bengal, India.PIN – 722155
আবেদনের শেষ দিন : ২ ডিসেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থী।
চাকরির বিষয়ে বিস্তারিত জানতে https://www.bankurauniv.ac.in/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
Leave a Reply