কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট, জানেনই না বার অ্যাসোসিয়েশনের সভাপতি

নিউজ ডেস্ক: মঙ্গলবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট করে আইনজীবীদের একাংশ। এই নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে চিঠিও দিয়েছেন। তারপরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আইনজীবীদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ এই ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন।

এদিন অরুণাভ ঘোষ বলেন, ”আমি এসবের বিন্দুবিসর্গ জানি না। আর আদালতের কাজে এভাবে বাধা দেওয়াকে সমর্থনও করি না। কেন একজন বিচারপতির এজলাস বয়কট করতে হবে? তৃণমূলের পক্ষে রায় না দেওয়ার যে অভিযোগ উঠছে, তার জন্য? আমি মনে করি না, এমনটা করা উচিত।” 

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠতে শুরু করে, আইনজীবীদের একাংশ অন্য আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে বাধা দিচ্ছে। তারপরেই বিচারপতি মান্থা নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন এবং পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ জামনগর বিমানবন্দরে

এদিন বিচারপতি মান্থা বলেন, তাঁর এজলাসে ঢুকতে যাতে কেউ বাধা না পান, তার ব্যবস্থা করতে হবে হাই কোর্টের ওসিকে। মঙ্গলবার বিচারপতি এই নির্দেশ দেওয়ার পরেই তাঁর এজলাসের বাইরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। তারপরেই আইনজীবীরা ভিতরে প্রবেশ করেন। শুরু হয় বিচার প্রক্রিয়াও। 

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *