ফের উত্তাল করুণাময়ী: বিক্ষোভে সামিল SFI-DYFI, গ্রেফতার একাধিক

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার গভীর রাতে নাটকীয় মোড় করুনাময়ীতে। বলপ্রয়োগ করে পুলিশের পক্ষ থেকে সরানো হয় আন্দোলনকারী ২০১৪-এর টেট প্রার্থীদের। মনে করা হয়েছিল, পুলিশের অভিযানে আন্দোলনের জোয়ারে ভাটা পড়ল। কিন্তু এরপরই করুণাময়ী থেকে, আমরণ অনশন কর্মসূচি ছত্রভঙ্গ করার বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় মীনাক্ষী মুখার্জি। শুক্রবার সকাল থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে পথে নেমেছে SFI-DYFI। বেলা গড়াতেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দফায় দফায় ফের উত্তেজনা ছড়ায় করুণাময়ীতে। সক্রিয় হয় পুলিশও। ইতিমধ্যেই আটক করা হয়েছে মীনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েক জনকে।

SFI-DYFI-এর পক্ষ থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার নির্দিষ্ট সময়ের আগেই বাম ছাত্র সংগঠনের কর্মীরা জড়ো হন সেখানে। এরপরই শুরু হয় ধুন্দ্বুমার কান্ড। করুণাময়ীকান্ডের প্রতিবাদে SFI-DYFI এর কর্মসূচিতে সরগরম হয়ে ওঠে এলাকা। বিক্ষোভ সমাবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে। বিক্ষোভকারীদের ধরপাকড়ও শুরু করেছে পুলিশ।

পুলিশের অভিযান সত্ত্বেও, বেশ কয়েক জন SFI-DYFI সদস্যকে গ্রেফতার করার পরেও পিছু হটেনি বাম ছাত্র যুবরা। রাস্তায় বসে প্রতিবাদের সুর চড়িয়েছেন মীনাক্ষী মুখার্জি সহ SFI-DYFI-এর সদস্যরা। পুলিশে পুলিশে ছয়লাপ করুণাময়ী চত্বর, কার্যত দুর্গে পরিণত হওয়ার পর মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন, পুলিশ ভয় পাচ্ছে। পর্ষদ অফিসের সামনে পুলিশ এবং সরকারের বিরুদ্ধে স্লোগান ঝড়ও তোলে বিক্ষোভকারীরা। এরপরই মীনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েক জন SFI-DYFI সদস্যকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধ।

আরও পড়ুন : টেট বিক্ষোভ : মধ্যরাতে ৮৪ ঘন্টার আন্দোলন শেষ হল পুলিশের ২০ মিনিটের অভিযানে, প্রতিবাদে সরব বাম-কংগ্রেস-বিজেপি