Cricket Advisory Committee: বিসিসিআইয়ের পরামর্শদাতা কমিটিতে দায়িত্বে বাংলার প্রাক্তন কোচ, ঘোষণা বিসিসিআইয়ের

নিউজ ডেস্ক: অবশেষে ক্রিকেট পরামর্শদাতা কমিটি হল ঘোষণা। দুই সদস্যের পুরনো কমিটিকে সরিয়ে দিল বিসিসিআই। আনা হল নতুন কমিটি। নতুন কমিটিতে জায়গা পেলেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে এবং সুলক্ষ্মণা নাইক। সরিয়ে দেওয়া হল পুরনো কমিটিতে। পুরনো কমিটিতে ছিলেন প্রাক্তন ক্রিকেটার আরপি সিং ও মদন লাল। নতুন কমিটি দায়িত্ব নিয়ে এবার একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। সবার প্রথম কাজ হচ্ছে নির্বাচক মনোনয়ন করা। কারণ চেতন শর্মাদের সরিয়ে দেওয়ার পর নতুন নির্বাচক হতে আবেদন জমা পড়েছে মোটমাট ৬০টি। এই পরিস্থিতিতে কে পাবে দায়িত্ব, কী সিদ্ধান্ত নেবে ক্রিকেট পরামর্শদাতা কমিটি, সেটাই দেখার।

দীর্ঘদিন ধরেই এই কমিটির পদ খালি ছিল। কমিটি গঠনের ক্ষেত্রে গড়িমসির নিন্দা করাও হচ্ছিল বিভিন্ন মহল থেকে। কমিটি গঠনে তারা কেন অতিরিক্ত সময় নিচ্ছে, উঠছিল প্রশ্ন। কারণ ক্রিকেট পরামর্শদাতা কমিটি তৈরি না হলে অনেক কাজই আটকে যাচ্ছিল। টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর ক্রিকেট পরামর্শদাতা কমিটি অধিনায়কত্ব নিয়েও সিদ্ধান্ত নেবে, এমনটাও ছিল সূত্রের খবর। চলতি বছরের অগস্ট মাস ধরে ক্রিকেট পরামর্শদাতা কমিটি ছাড়া চলছিল বিসিসিআই।

আসুন দেখে নেওয়া যাক কী কী কাজ করতে চলেছে এই কমিটি:

প্রথম কাজ, কোচ ভাগ করা। রাহুল দ্রাবিড়কে তিন ফর্ম্যাটের দায়িত্বে না রেখে টি-২০ র জন্য অন্য কোচ রাখা যেতে পারে, এমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে ওডিআই ও টেস্ট দলের দায়িত্ব দেওয়া হতে পারে।

দ্বিতীয়ত, অধিনায়কত্ব। তিনটে ফরম্যাটে কে হবে অধিনায়ক।? এই নিয়েও কাজ করবে পরামর্শদাতা কমিটি। রোহিত শর্মার উপর থেকে চাপ কমাতে তাঁর হাত থেকে টি-২০ অধিনায়কত্ব চলে যেতে পারে বলেও জানা গিয়েছে। কানাভুষো শোনা যাচ্ছে টি-২০ তে দলের দায়িত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও টি-২০ বিশ্বকাপে ভারতের ভরাডুবি নিয়ে বিশ্লেষণ করবে এই কমিটি। বারবার আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্ট গুলিতে নকআউটে গিয়ে হেরে যাওয়ার কারণ খতিয়ে দেখাও খুঁজে বের করতে হবে এই কমিটিকে।

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *