স্পোর্টস ডেস্ক: দুর্গা পুজোয় মেতে সকলে। তারই মাঝে চলছে ইস্ট – মোহনের লড়াই। নাহ্, কোনও ম্যাচ নিয়ে এ লড়াই নয়। লড়াই ইজ্জতের।
লাল-হলুদ সমর্থকদের খুশির খবর! ISL শুরুর আগেই ইস্টবেঙ্গল নামের আগে থেকে নিজেদের নাম সরিয়ে নিল ইমামি। এবারের স্পনসর এই সংস্থা ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তিই করেছে এভাবেই। লাল হলুদ ব্রিগেড আই এস এল (ISL) খেলবে নিজেদের নামেই। আগে থাকবে না স্পনসর গোষ্ঠীর নাম।
আর এই মাঠের বাইরের লড়াইটি জিতে নিয়ে চির প্রতিদ্বন্দ্বী দলকে টিকা – টিপ্পনী দিতে ছাড়ছেনা।সোশ্যাল মিডিয়ায় বেজায় বাক বিতন্ডা চলছে।
পাশের ক্লাবে কিন্তু এই ইস্যু নিয়ে বেশ কয়েক বছর ধরেই ‘রিমুভ এটিকে’ (#removeatk) আন্দোলন চলছে। সমর্থকদের এমন প্রতিবাদকে পাত্তা না দিয়েই এবারেও আইএসএল-এ মোহনবাগান নয় খেলবে এটিকে-মোহনবাগান হয়ে।
স্পনসর গোষ্ঠী নিজেরাই সমস্ত সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল হ্যান্ডল থেকে সরিয়ে নিল ‘ইমামি’ নামটি । আইএসএল শুরু হলেই সোশ্যাল মিডিয়ায় ‘ইস্টবেঙ্গল এফসি’ টুইটার হ্যান্ডল থেকেই দলের যাবতীয় আপডেট পাওয়া যাবে । কয়েকদিন আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল ইমামি-ইস্টবেঙ্গল’এর লোগো। সেটাই বদলে গিয়ে আপাতত হয়ে গেল ‘ইস্টবেঙ্গল এফসি’।
ইমামি নুতন বিনিয়োগকারী হয়ে লাল-হলুদ হাত ধরতেই, জানিয়ে দিয়েছিল ইমামি-ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল নামেই আইএসএলে খেলবে। ক্লেইটন সিলভা, আলেক্স লিমারা শুধু লোগো পড়বে ইস্ট বেঙ্গল এফসির। নিজেদের সেই প্রতিশ্রুতিকেই গুরুত্ব দিল ইমামি কর্তারা। এবারের আইএসএলে আগে থেকেই ইস্টবেঙ্গল এফসি নামে নথিভুক্ত হয়েছিল ক্লাবের নাম।
আইএসএলের নিয়ম অনুযায়ী স্পনসর সংস্থার নাম ক্লাবের সঙ্গে যুক্ত করা যায় না। সেই কারণেই গত সিজনে শ্রী সিমেন্টও বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল এসসি নামে দল মাঠে নামাতে। ‘এসসি’ শব্দের অর্থ শ্রী সিমেন্টের তরফে বলা হয়েছিল ‘স্পোর্টিং ক্লাব’। যদিও ময়দান বটতলার সকলে জানতো, নিজেদের কোম্পানি নামের আদ্যক্ষর চতুরভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে ঢুকিয়ে দিয়েছিল শ্রী সিমেন্ট। যাবতীয় নিয়ম বাঁচিয়ে।
এবার এতসবের মধ্যে যায়নি ইমামি কর্তৃপক্ষ। সমর্থকদের আবেগকে মর্যাদা দিয়ে বাজিমাত করেছে ইমামি কর্তৃপক্ষ।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply