ইউ এন লাইভ নিউজ: দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য বিরাজমান হবেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। আর কিছুক্ষণের অপেক্ষা। রাজ্যের শাসকদলের তরফে এই অনুষ্ঠান প্রত্যাখ্যান করা হয়েছে। তবে রবিবার মোদিকে শপথগ্রহণের শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে বিশেষ আর্জি রাখলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী তারকা প্রার্থী দেব।
দেব এবার এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়ার পথে হ্যাটট্রিক করতে চলছেন। আর নির্বাচনে জিতেই প্রতিশ্রুতিমাফিক রবিবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোমর বেঁধে নেমে পড়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানিয়েছেন, “শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। উনি দেশের প্রধানমন্ত্রী। পদটাকে আমি সম্মান করি। আমি চাই, দেশ যেন সুস্থভাবে চলে। যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য, সেটা যেন আগামী পাঁচ বছর না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারেন। প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।” এর পরই ঘাটালের বিজয়ী প্রার্থীর সংযোজন, “আর বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলো আটকে রাখা হয়েছে, সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয় এবার। মোদিজির কাছে আমার অনুরোধ, রাগ-অভিমান দূরে সরিয়ে একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মতো যেন উনি সেই কাজটা করেন।”
ঘাটাল মাস্টারপ্ল্যান না হওয়ার নেপথ্যে অভিনেতা এর আগে মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। বন্যাবিধ্স্ত ঘাটালে গিয়ে একাধিকবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েও কোনওরকম সুরাহা হয়নি সমস্যার। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনৈতিক বৈরাগ্য দেখিয়েও ফের ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই তৃণমূলের প্রার্থী হন তিনি। তিনি এই কেন্দ্র থেকে জেতার পর এবার গোটা রাজ্য-রাজনীতির নজর যে সে দিকেই থাকবে, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান তো ছিলই, তবে চব্বিশের লোকসভা ভোটের হাওয়ায় দেবের মাস্টারস্ট্রোক ছিল ‘সৌজন্য’। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আগেও ফের সৌজন্যের বার্তা দিয়েই শুভেচ্ছা জানালেন তৃণমূলের ‘সুপারস্টার’ নেতা । দেবের ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন এবার বাস্তবায়িত হয় কিনা, সেদিকেই সবার নজর থাকবে।
Leave a Reply