ইউ এন লাইভ নিউজ: খড়গপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রাক্তন বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন৷ আজ, তিনি মেদিনীপুরের বিজেপি প্রার্থীদের সঙ্গে তাঁর অস্থায়ী বাসভবনে এই বৈঠক করেন।
প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের আমল থেকে বিজেপির বহু প্রাক্তন কর্মী বসে গিয়েছিলেন। নির্বাচন ঘনিয়ে এলে দিলীপবাবু তাঁদের সঙ্গে বসতেন ঠিকই, কিন্তু গত সাত বছরে এই নেতারা দলের মধ্যে তেমন গুরুত্ব পাননি।
দলের শীর্ষ নেতৃত্বও এসব পুরোনো কর্মীদের ব্যাপারে উদাসীন ছিল। তার আরেকটি কারণ হলো মেদিনীপুরে দিলীপ ঘোষের উপস্থিতি দলটিকে এই কর্মীদের গুরুত্ব দিতে বাধা দেয়। তাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, আবার অনেকে নীরবে দলীয় কাজ থেকে দূরে সরে গেছেন।
আসন্ন নির্বাচনের আগে, বিজেপির মধ্যে একটি নতুন সংগঠনের বিস্ময়কর উত্থান ঘটেছে, যার নাম বস্তি উন্নয়ন সেল। মেদিনীপুর জেলার প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক বাবলু বরমকে এই সেলের মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক করা হয়। এই সেলের ব্যানারে, পদক্রমের নীচে থেকে প্রাক্তন বিজেপি কর্মীরা কাজ করার জায়গা খুঁজে পেয়েছেন। তারা খড়গপুরের এবং মেদিনীপুর শহরের বিভিন্ন বস্তিতে মোদী সরকারের উন্নয়ন প্রকল্পের প্রচার শুরু করেছে। বস্তি এলাকায় এসব প্রকল্পের সুফল কতটুকু তাও খতিয়ে দেখা হচ্ছে।
বস্তি উন্নয়নের কাজ যে বিজেপির অন্দরমহলের রাজনীতিতে ঢেউ তুলেছে তাতে সন্দেহ নেই। বুধবার বিকেলে অগ্নিমিত্রা পাল এই কর্মীদের নিয়ে বৈঠক করেন।