ইউ এন লাইভ নিউজ: কলকাতা বিমানবন্দরে মঙ্গলবার রাতে নেমেছিল অতিকায় বেলুগা এক্স এল সিরিজের পণ্যবাহী বিমান। ওইদিন রাত ১০ টা ৪৩ মিনিটে বেলুগা এক্স এল সিরিজের পণ্যবাহী বিমানটি নামে। বাহরিন থেকে চিনের তিয়েনজিন যাওয়ার পথে বিমানটি কলকাতায় অবতরণ করে। পৃথিবীর পণ্যবাহী বিমানগুলির মধ্যে সর্ববৃহৎ ওই বিমানের চালক এবং কর্মীরা কলকাতায় বিশ্রামের উদ্দেশ্যে অবতরণ করেন।
পূর্ব ভারতে কলকাতা একমাত্র বিমানবন্দর যেখানে ওই মাপের বিমান অবতরণ করতে পারে। রাতে ওই বিমানটি অবতরণ করার পর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়। বেলুগা এক্স এল সিরিজের বিমানের দৈর্ঘ্য ৬৩.১ মিটার। ওই বিমানের দুটি ডানার সম্মিলিত দৈর্ঘ্য ৬০.৩ মিটার। বিমানটি ৫১ টন পর্যন্ত পণ্য বহন করতে পারে। ওই বিমানের কার্গো হোল্ড একটি এ -৩৫০ এয়ার বাসের দুটি ডানা বহন করার মতো প্রশস্ত। বুধবার সন্ধ্যায় বেলুগা তার গন্তব্য চিনের উদ্দেশ্যে উড়ে যায়।
Leave a Reply