BGBS 2023

BGBS 2023: শুরু হল বাংলার শিল্প সম্মেলন! দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির কোন কোন শিল্পপতি?

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বিদেশি বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কার্যত তার আগে থেকেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের সলতে পাকানো শুরু হয়ে যায়। সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই শিল্প সম্মেলনে হবে। ২১ ও ২২ নভেম্বর শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে বাংলায়।

জানা গিয়েছে, প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে হাজির থাকবেন ভারতীয় শিল্পপতি ও ধনীতম ব্যক্তি, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৩৫ জন শিল্পপতি এই সম্মেলনে হাজির হতে পারেন। পাশাপাশি বাংলার শিল্পপতিরাও এই সম্মেলনে যোগ দেবেন।

এবছরের BGBS নিয়ে কয়েকমাস আগে থেকেই কিন্তু কোমর কষেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের আমন্ত্রণ জানাতে স্পেন ও দুবাইতে সফর করেছেন। সেই সফরের ফলাফল হিসেবেই মিলেছে লুলু গ্রুপের প্রতিশ্রুতি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাপান, আমেরিকা, কেনিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি , রোয়ান্ডা, ফিজি, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, স্পেন, রাশিয়া, বসনিয়া, আর্মেনিয়া, ফিনল্যান্ডের মতো দেশ উপস্থিত থাকতে পারেন। বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উপস্থিত থাকতে পারেন। এছাড়াও RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, ITC গ্রুপের সঞ্জীব পুরী, চ্যাটার্জি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ সজ্জন জিন্দল, হর্ষবর্ধন নেওটিয়ার মতো শিল্পপতিরা উপস্থিত থাকবেন এই সম্মেলনে।