নিউজ ডেস্ক: রাজ্যকে ভাতে মারার সড়যন্ত্র করছে কেন্দ্র। আটকে রাখা হচ্ছে বাংলার একের পর এক প্রকল্পের টাকা। রাজ্য বার বার আবাস যোজনা, মিড ডে মিলের টাকা চাইলেও কেন্দ্র ১ টাকাও পাঠায়নি। উল্টে কুলুপ এঁটেছে নরেন্দ্র মোদির সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে আর কোনও সহযোগিতা করবে না রাজ্য। তাই কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রকের ডাকা বৈঠকে রাজ্যের আধিকারিকদের যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে আবাস প্রকল্পের কাজ রাজ্যে কতটা এগিয়েছে, তা জানিয়ে আগামী বছরের পরিকল্পনা জমা দিতে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। এই আবহে, ২০ এবং ২১ ফেব্রুয়ারি রাজ্যের পঞ্চায়েত সচিব সহ উচ্চপর্যায়ের আধিকারিকদের নয়াদিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ওইদিন প্রতিটি রাজ্যের পঞ্চায়েত সচিবদের নিয়ে বৈঠক করার কথা কেন্দ্রীয় সরকারের। সেখানেই উপস্থিত থাকতে বলা হয়েছে বাংলার আধিকারিকদেরও।
এক্ষেত্রে রাজ্যের অবস্থান কী হবে, অর্থাৎ রাজ্য সেই বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। নবান্ন সূত্রে দাবি, বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনাই বেশি। কেননা কেন্দ্র সরকার আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটককে রেখেছে।
এই নিয়ে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারও প্রতিটি নিয়ম মেনে কাজ সেরেছে। এমনকি কেন্দ্র যখন যা জানতে চেয়েছে, যা তথ্য চেয়েছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ নেয়নি। তাই এবার নবান্নের দিক থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ছে নবান্ন।
Leave a Reply