ইউ এন লাইভ নিউজ: ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার মধ্যে অন্যতম মেদিনীপুর লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখা গেল তীক্ষ্ণ মেজাজে। প্রকাশ্যে দিবালোকে নিজের আঙুল উঁচিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকেও অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “আপনাটা রাজ্য পুলিশকে কেন বুথের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন?”
ঘটনাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দামারি আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের। অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ আসে এই বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়ার। তাঁকে তৃণমূলের কর্মী-সমর্থক বসতে দিচ্ছেন না। এরপরই ছুটে আসেন অগ্নিমিত্রা। কথা বলেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। আশ্বস্ত করেন বিজেপির ওই পোলিং এজেন্টকে। তাঁর জল ও খাবারের ব্যবস্থাও করে দেন। বলেন, “কোনও চিন্তা করিস না। আমি এখানেই আছি…”
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে আর কেন্দ্রীয় বাহিনী তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রিসাইডিং অফিসারও নির্বাক দর্শক। আমার পোলিং এজেন্টকে তৃণমূল বের করে দিচ্ছে। এখন তাঁকে আবার ভিতরে বসিয়ে দিয়ে এলাম। ও ভয় পেয়ে রীতিমতো কেঁদে ফেলেছে।”