ইউ এন লাইভ নিউজ: অবশেষে পাওয়া গেল স্বীকৃতি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ার পর আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। দুর্গাপুজোর মধ্যে শুদ্ধ বাংলায় একটি পোস্ট লিখে সুখবরটি জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি পোস্টটিতে লেখেন, “আমি অত্যন্ত খুশি যে মহান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আর তাও পবিত্র দুর্গাপুজোর সময়ে।’ তাঁর সংযোজন, ‘বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করেছে। এই উপলক্ষে বিশ্ব জুড়ে সকল বাংলা ভাষাভাষীকে অভিনন্দন জানাই।”
ধ্রুপদী ভাষা বা ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে এমন ভাষাকে বোঝায়, যা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ সাহিত্যের অধিকারী এবং স্বাধীন ভাবে গড়ে উঠেছে। বাংলা যাতে এই স্বীকৃতি পায়, তা নিয়ে বহুদিন ধরে উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছে নিউ টাউনের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চ। এই দলে আর্কিওলজিস্ট থেকে ঐতিহাসিক, ভাষাবিদ থেকে সাহিত্যিক-সহ বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে গবেষণাপত্র পাঠানো হয়। সেই দাবিই মেনে নিয়েছে কেন্দ্র।
অন্যদিকে, বাংলা ভাষার মর্যাদার জন্য আগাগোড়া সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বীকৃতি মিলতেই তিনি স্মরণ করান, ‘আমরা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে কার্যত এই স্বীকৃতি ছিনিয়ে এনেছি। তাদের কাছে আমরা অন্তত তিনটি রিসার্চ মেটিরিয়াল জমা দিয়েছিলাম। আজ কেন্দ্রীয় সরকার আমাদের সেই গবেষণাকেই স্বীকৃতি দিল। অবশেষে আমরা দেশের প্রাচীনতম ভাষাগুলির অন্যতম হিসেবে স্বীকৃতি পেলাম।’
Leave a Reply