ইউ এন লাইভ নিউজ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। গরম উত্তরোত্তর বেড়েই চলেছে। গরমে নিঃশ্বাস নেওয়ার পরিস্থিতিও নেই। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হচ্ছে সতর্কতা। সপ্তাহান্তেই আবহাওয়ার পরিবর্তনের কথা আগেই বলেছিলো আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের জলীয়বাষ্প ঢুকে গেছে বাংলায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কিছু জেলার তাপমাত্রা নামবে। আগামী ৭২ ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলের জেলার তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে।
শনিবার বিকেলের পর থেকে হাওয়াবদল হবে। গনগনে গরম থেকে বাঁচবে বঙ্গবাসী। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার অবধি একটু কষ্ট করতে হবে। আপাতত অতি তীব্র তাপপ্রবাহের মাত্রা কমবে। তবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে শনিবার অবধি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড়ে।
সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উপকূলে শুরু হবে বৃষ্টিপাত। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূল লাগোয়া জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত।
বৃহস্পতিবারও তাপপ্রবাহের সম্ভাবনা কলকাতায়। বুধবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেড়ে ৪২ ডিগ্রি হয়েছিল। রাতের তাপমাত্রা ৩০ থেকে ১ ডিগ্রি কমে ২৯.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৪২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পর্যন্ত তাপমাত্রার উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রবিবারের মধ্যে। এরপর সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা।
Leave a Reply