নিউজ ডেস্ক: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক ১৮টি আসনে জয়ই বেঁধে দিল ২০২৪-এর লক্ষ্যমাত্রা। দলকে জেতাতে হবে ২৪টি আসনে। অবশ্য লোকসভা নির্বাচনের আগে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে অ্যাসিড টেস্ট বঙ্গ বিজেপির। কমকরে ৮ টি জেলা পরিষদ ৮০ টি পঞ্চায়েত সমিতি ও ২৫০টি গ্রাম পঞ্চায়েতে জিততে হবে। এমনই টার্গেট বেঁধে দিয়েছে বঙ্গ বিজেপিকে। আর এতেই গেরুয়া শিবিরের অন্দরে প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্যের কোনও জেলাতেই পর্যাপ্ত বুথ কমিটি নেই, সাংগঠনিক শক্তিও তলানিতে এসে ঠেকেছে সেখানে এই লক্ষ্যমাত্রা কীভাবে সম্ভব!
গেরুয়া শিবির সূত্রে খবর, ২৩-এর রাজ্য পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থীই দিতে পারবে না বিজেপি। কারণ প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার থেকেও বড় কথা প্রার্থী হতেই চাইছেন না। অথচ পঞ্চায়েত নির্বাচনে ৮ টি জেলা পরিষদে ৮০টি পঞ্চায়েত সমিতি ও ২৫০ টি গ্রাম পঞ্চায়েত দখল করে দেখানর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বলে দিয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে। তাঁদের সকলের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হবে। পঞ্চায়েত ভোটেই প্রমাণ হয়ে যাবে, দলের সাংগঠনিক শক্তি কতটা মজবুত অবস্থায় রয়েছে।
Leave a Reply