কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ আদালতের, কেন জানেন?

নিউজ ডেস্ক : বড় ধাক্কার সম্মুখীন কংগ্রেস। দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও ভারত জোড়ো যাত্রার ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ বেঙ্গালুরু আদালতের। কংগ্রেসের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সোমবার আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা প্রমাণ দিয়ে জানিয়েছেন একটি গানের মূল সংস্করণের সামান্য পরিবর্তন করে ব্যবহার করেছে কংগ্রেস। এই ধরনের মার্কেটিং ভিডিও পাইরেসিকে উৎসাহিত করে। তাই দুটি অ্যাকাউন্ট থেকে তিনটি লিঙ্ক সরানোর এবং কংগ্রেস ও ভারত জোড়ো যাত্রার ট্যুইটার অ্যাকাউন্ট সাময়িক ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৭ বছরের অপেক্ষার অবসান, ২০১৪ এবং ২০১৭ এর টেটে উত্তীর্ন চাকরিপ্রার্থীরা জানতে পারবেন তাঁদের প্রাপ্ত নম্বর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, জয়রাম রমেশ এবং সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে যশবন্তপুর থানায় এফআইআর দায়ের করে কেজিএফ চ্যাপ্টার ২ খ্যাত এমআরটি মিউজিক। তাঁদের অভিযোগ, ভারত জোড়ো যাত্রার জন্য কংগ্রেসের তৈরি মার্কেটিং ভিডিওগুলিতে কপিরাইট আইন লঙ্ঘন করে কেজিএফ সিনেমার গান ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : জন্মদিনে রাজপথে অভিষেক, অনুগামীদের আবদারে তুললেন ছবিও