ভারত বায়োটেক: ভারতীয় বাজারে প্রথমবার এল ন্যাজাল কোভিড ভ্যাকসিন

নিউজ ডেস্ক: সারা দেশে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজের প্রক্রিয়া। এরই মধ্যে ভারতের বাজারে এলো প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন। গত মাসেই এই ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। এই ভ্যাকসিন নেওয়া যাবে নাকে ড্রপ নেওয়ার মত করেই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানান, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন, এবং মানব সম্পদকে কাজে লাগিয়েছে”। তিনি আরও জানান, একেবারে জরুরি প্রয়োজনে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই এই ভ্যাকসিন ব্যাবহার করা হবে।

আরও পড়ুন: ঠিকা পঞ্চায়েত কর্মীদের নবান্ন অভিযান ঘিরে যানজটে অবরুদ্ধ ধর্মতলা!

অন্যান্য ভ্যাকসিনের মত এই ভ্যাকসিনও নিতে হবে দুটি ডোজ, তবেই টিকাকরণ সম্পূর্ন হবে। ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকরী হবে এই ন্যাজাল ভ্যাকসিন।

ড্রাগ রেগুলেটর অথরিটির কাছে ভারত বায়োটেকের জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ‘এই টিকা দামের দিক থেকে অনেকটা সস্তা হবে। যে সব দেশের নাগরিকদের গড় রোজগার কম, সেখানে এই ন্যাজাল ভ্যাকসিন খুবই কার্যকর।’

আরও পড়ুন: সব ধরনের ক্রিকেটকে বিদায়, আইপিএলেও আর দেখা যাবে না দাপুটে ‘মিস্টার আইপিএলকে’

About Unlive

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *