নিউজ ডেস্ক: এবার অ্যান্ড্রয়েড ও অ্যাপলকে টেক্কা দিতে বাজারে এল ভারতের নিজের মোবাইল অপারেটিং সিস্টেম। অনন্য এই নজির গড়েছেন আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা। নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমের নাম ভারওএস। যে কোনও মোবাইলে এই অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে। এবং তা বিক্রিও করা যাবে। নতুন এই মোবাইল ওএস তৈরির সময় ব্যবহারকারীর সুরক্ষায় বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্রধানত শুরুর দিকে এই পরিষেবা পাবেন সংবেদনশীল তথ্য আদান প্রদান করা সংস্থারা। ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে প্রাইভেট ক্লাউডে কানেক্টটেড থাকা যাবে এই অপারেটিং সিস্টেম থেকে। এছাড়া, নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমে থাকছে না কোনও ধরণের ডিফল্ট অ্যাপ। এই ভারওএস, নয়া অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও নমনীয়তা পাবেন মোবাইল ব্যবহারকারীরা।
ব্যাবহারকারীর সুরক্ষা নিশ্চিত করতে প্রত্যেক অ্যাপে অতিরিক্ত পার্মিশন কন্ট্রোলের সুযোগ পাবে। শুধুমাত্র যে অ্যাপে ভরসা আছে সেই অ্যাপকেই ফোনের সংবেদনশীল তথ্যের অ্যাকসেস দেওয়ার সুবিধাও রয়েছে এই অপারেটিং সিস্টেমে। এছাড়াও থাকছে নোটা (NOTA) আপডেটের সুযোগ। এর ফলে, মোবাইল অপারেটিং সিস্টেমের আপডেট নিজে থেকেই ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। যার ফলে এই ভারওএস সব সময় লেটেস্ট ভার্সনে চলবে। পাশাপাশি, আইআইটির বিজ্ঞানীরা জানান, এই ভারওএসে থাকবে প্রাইভেট অ্যাপ স্টোর সার্ভিস (PASS)।
মূলত মোবাইল অপারেটিং সিস্টেম দুনিয়ায় ৮০ শতাংশের বেশি দখল করে রেখেছে গুগলের-এর তৈরি অ্যান্ড্রয়েড। বাকিটা অ্যাপলের। কিন্তু কেন হটাৎ ভারতের নিজের মোবাইল অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ল? কিছুদিন আগেই মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে নিজেদের অ্যাপ ও সার্ভিস ব্যবহারে বাধ্য করার জন্য গুগলকে মোটা অঙ্কের জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দেশি মোবাইল অপারেটিং সিস্টেম লঞ্চ করল ভারত, যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।