Bhowanipore Electrocution Death

Bhowanipore: ভবানীপুরে রেলিং থেকে ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু? তদন্ত চালাচ্ছে পুলিশ

ইউ এন লাইভ নিউজ: কলকাতায় টানা বৃষ্টি শুক্রবার সকাল থেকে। এর মধ্যে অভিযোগ, বিকেলে ভবানীপুর এলাকায় রেলিং থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসির তরফেও পুলিশে অভিযোগ দায়ের করা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বাড়ির রেলিং থেকে বিদ্দুৎবাহী তার ঝুলছিলো দ্বারকানাথ রোডে। যুবক জল পেরোতে এমন বিপদের সম্মুক্ষীণ হন. ডানার প্রভাবে রাত পর্যন্ত বৃষ্টি চলে জল দাঁড়িয়ে যায় রাস্তায়। পুলিশ সূত্রে খবর মৃতের নাম, সৌরভপ্রাসাদ গুপ্ত (২৫). বিহারের বাসিন্দা তিনি, তবে কলকাতায় থাকেন। ভবানীপুরে বাবার সাথে একটি ভুজিয়ার দোকান চালাতেন তিনি। শুক্রবার জল পেরিয়ে দোকান যাচ্ছিলেন এবং তৎক্ষনাত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাকে বাঁশ দিয়ে বিদ্যুৎবাহী তারের থেকে সরিয়ে , শম্ভূনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়. সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মেয়র পরিষদ (আলো) সন্দীপ রঞ্জন বক্সী বলেন, “একটি বাড়ির মিটার বাক্স থেকে অবৈধভাবে সংজ্ঞ টেনে এল জ্বালানোর চেষ্টা করা হয়েছিল।” এই ঘটনায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তোলেন। তিনি বলছেন, ”মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে এরকরম মর্মান্তিক এক দুর্ঘটনা যা এড়ানো যেত. জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন যুবক প্রাণ হারালেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা সত্ত্বেও তার প্রশাসন ব্যর্থ হলো. মেয়র ফিরহাদ হাকিম তথা তৃণমূলের দুর্নীতি আর কতদিন সহ্য করতে হবে মানুষকে ? অপশাসনের খেসারত এভাবেই দিতে হচ্ছে।” ওনার পাল্টা বক্তব্যে তৃণমূল নেতা কুনাল ঘোষ বললেন ”সুকান্ত মজুমদার একটি দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে নেমেছেন। যাদের শাসনে বিভিন্ন রাজ্যগুলিতে স্টেশন, এয়ারপোর্ট ডুবে রয়েছে, তারা এখানকার ঘটনা সম্পর্কে না জেনে রাজনীতি করতে নেমেছে। তবে ঘটনার পুরোপুরি তদন্ত চালাচ্ছে পুলিশ।