পুজোয় বড় উপহার, মাস শেষের আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু মাসের শেষ যেহেতু, তাই বুঝে শুনেই খরচ করতে হচ্ছে সকলকে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা সেই চাপমুক্ত। পুজোর মরশুমে মাস শেষের আগেই পেয়ে যাবেন বেতন। অপেক্ষা করতে হবে না অক্টোবর পর্যন্ত। পুজোর মুখে বড় ঘোষণা রাজ্য সরকারের।

রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞাপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। তাই রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীরা বেতন, অনুদান, সাম্মানিক, পারিশ্রমিক পাবেন চলতি মাসের ২৮ তারিখ। অবসরপ্রাপ্তরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন: এসে গেল পুজো, করা যাচ্ছে না প্ল্যানিং, বাধা নিম্নচাপ

এমনকি অক্টোবর মাসেও বেতন মিলবে আগেভাগেই। ২১ শে অক্টোবর-এর মধ্যেই রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীরা বেতন পেয়ে যাবেন। এছাড়াও অবসরপ্রাপ্তরা ২৯ অক্টোবরের মধ্যেই পেয়ে যাবেন পেনশন। শুধু তাই নয়, ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।