সৃষ্টি ধর ঘোষ: আজ ভারতীয় শেয়ার বাজারে, বিগত তিন মাসের মধ্যে সব থেকে বড় পতন দেখা যায়। নিফটি হারালো ৩৪৬ পয়েন্ট এক দিনে। ৩৪৬ পয়েন্ট হারিয়ে নিফটি বন্ধ হয় ১৭৫৩০ এ। সেনসেক্স বন্ধ হয় ৫৮৮৪০ এ ১০৯৩ নেমে।
বাজারকে নিচে নামতে সাহায্য করে NIfty IT সেক্টর সহ অনেক সেক্টর। তার মধ্যে সব থেকে বেশি পতন হয় NIfty IT সেক্টরে। এই সেক্টরটি এখনও পর্যন্ত down trend এই আছে। এছাড়া অন্যান্য সেক্টরে selling ছিল সারা দিন, যেমন NIftyFmcg, Financial, energy এবং auto sector।
ভারতীয় শেয়ার বাজার এখনও up trend এই আছে। আমি আরও একবার বলছি ১৭১৬০ না ভাঙা পর্যন্ত NIfty up trend এ থাকবে। ছোট trader দের এখন বাজারে লগ্নী করা ঠিক হবে না বাজারকে এখনও কিছু দিন লক্ষ্য রাখতে হবে কারণ বিশ্ব বাজারের অবস্থা একদমই ভালো না।
NIfty IT সেক্টরে একদমই buying করা ঠিক হবে না।
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ
Leave a Reply