ইউ এন লাইভ নিউজ: বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না বিসিসিআই। পাকিস্তানের বিরুদ্ধে তাদের পারফরমেন্স কার্যত বাধ্য করল নতুন করে টিম সাজানোর কথা ভাবতে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে নিজেদের রাখতে চায় টিম ইন্ডিয়া। প্রথমে ঠিক ছিল বুমরা এবং কোহলি সহ একাধিক স্টার ক্রিকেটারকে বিশ্রামে রাখা হবে, যাতে অস্ট্রেলিয়া সফরে তাদের সম্পূর্ণ তরতাজা অবস্থায় পাওয়া যায়। এই সিদ্ধান্ত থেকে সরে এসে টেস্টে পূর্ন শক্তির দলই নামাচ্ছে ভারত। ১৬ জনের দলে রাখা হয়েছে বুমরা এবং কোহলিকে।
রোহিতের নেতৃত্বে যে ১৬ জনের স্কোয়াড ঘোষনা করা হয়েছে তাতে আছেন যশস্বী যশোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষব পন্থ, ধ্রুব জুরেল, আর অশ্বিন, জাদেজা, অক্সর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রিত বুমরা এবং যশ দয়াল। দিন কয়েক আগেই পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। দুটি টেস্টেই পাকিস্তানকে কার্যত দুরমুশ করেছে সফরকারী দল। ক্রিকেট মহল মনে করছে, ভারতের মাটিতে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারবে বাংলাদেশ। আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। প্রথম টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। এছাড়া তিনটি টি -২০ ম্যাচও খেলবে দু’দেশ।
Leave a Reply