নিউজ ডেস্ক : চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পায় বিলকিস বানো গণধর্ষণ মামলার ১১ জন দোষী। তারপর থেকেই উঠেছে নিন্দার ঝড়। বহু চাপানউতোরের পর এবার ধর্ষকদের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিলকিস বানো। গুজরাট সরকারের পক্ষ থেকে দোষীদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের করেছেন তিনি।
বিলকিস বানোর তরফে দায়ের করা রিভিউ পিটিশনে জানানো হয়েছে, বিচার যখন মহারাষ্ট্রে হয়েছে, তখন নিয়মও সেখানকারই প্রযোজ্য হওয়া উচিৎ, গুজরাটের নয়। বুধবার বিলকিস বানোর দায়ের করা এই পিটিশন, প্রধান বিচারপতির সামনে উত্থাপন করা হয়। বিষয়টি বিবেচনা করে যথাযথ বেঞ্চের সামনে তুলে ধরার আশ্বাস দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় ৫ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পায় ১১ জন দোষী। কিন্তু চলতি বছরে মুক্তি দেওয়া হয় দোষীদের। এরপরই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সুভাষিণী আলি, রূপরেখা ভার্মা, মহুয়া মৈত্র সহ বহু নেতা ও সমাজকর্মী। এরপর সেই তালিকায় নাম লেখালেন খোদ বিলকিস বানো।
আরও পড়ুন : গেহলট-পাইলট দ্বন্দ্বের অবসান! হাতে হাত রেখে কি জানালেন ভিন্ন মেরুর দুই নেতা
Leave a Reply