মানুষের লোভে নীড়হারা পাখির দল, বন্ধ হোক প্রকৃতি ধ্বংসের এই খেলা

নিউজ ডেস্ক : ‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’। বাস্তবে কতজন মেনে চলেন এই স্লোগান? বরং উল্টো ছবিই দেখা যাচ্ছে চারিদিকে। প্রতিদিনই প্রায় দেশের কোনায় কোনায় অমানবিকতার ছবি ফুটে উঠছে‌। এবার মানুষের নিষ্ঠুরতায় ঘরহারা হয়েছে অগুনতি পাখি।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, শিকড় সুদ্ধ উপড়ে ফেলা হয়েছে একটি বড় গাছ। সেই গাছে ছিল শত শত পাখির বাসা। গাছটি রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গেই পাখির বাসাগুলিও ভেঙে পড়ে। গাছ উপড়ে ফেলার পর কিছু পাখি শেষ পর্যন্ত উড়ে যেতে পারলেও, বহু পাখিই আহত হয়।

আরও পড়ুন: বঙ্কিমচন্দ্রকে নিয়ে সিনেমার শুটিং হবে না বাংলায়! প্রযোজকের বিচিত্র বাহানা

আইএফএস ও প্রকৃতিপ্রেমী পারভিন কাসওয়ান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘প্রত্যেকেরই মাথা গোঁজার ঠাঁই দরকার। কত নিষ্ঠুর আমরা।’। ভিডিওটি শেয়ার করার পরেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, ভিডিও ভাইরালের পরই আর্থ মুভার চালককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছটি কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অবলাদের প্রতি আজও সহায় নয় মানব সভ্যতা।