Rekha Patra

Rekha Patra: হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী রেখা পাত্র, চাইছেন রক্ষাকবচও

ইউ এন লাইভ নিউজ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার বিরুদ্ধে পুলিশ ঠিক কতগুলি মামলা করেছে সেটা জানতে চেয়েই এমন পদক্ষেপ রেখার। তিনি নিরাপত্তা ও আইনি সুরক্ষারও অনুরোধ করেছেন কলকাতা হাইকোর্টের কাছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, সন্দেশখালির একটি স্টিং ভিডিওকাণ্ডের বিষয়ে স্থানীয় বাসিন্দা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা এবং বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ দায়ের করেছে থানায়। গত ৪ মে ৩২মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে, সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর দাবি করেছেন যে ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগগুলি ছিল সাজানো। তিনি বলেন যে শাহজাহান শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করার জন্য মহিলাদের টাকা দেওয়া হয়। ভিডিও অনুসারে, রেখা ২০০০ টাকার জন্য ধর্ষণের মিথ্যা অভিযোগও দায়ের করেন পুলিশের কাছে এবং একটি গোপন জবানবন্দিও দেন। যদিও বিজেপি ভিডিওটিকে ‘ভুয়ো’ এবং ‘বিকৃত’ বলে দাবি করেছে এবং সিবিআইয়ের তদন্ত চেয়েছে। গঙ্গাধরও ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন। রেখাও সব অভিযোগ অস্বীকার করে ভিডিয়োটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন।

এর পরেই গঙ্গাধর এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সেই নিয়ে তদন্তও শুরু করেছে। তবে অনুমান করা হচ্ছে, বিজেপি প্রার্থীর সন্দেহ, তাঁর বিরুদ্ধে আরও মামলা দায়ের হয়ে থাকতে পারে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে পুলিশ ঠিক ক’টা মামলা করেছে, তা জানতে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে যাতে কোনও কড়া আইনি পদক্ষেপ না করা হয়, তার আবেদন জানিয়ে রক্ষাকবচও চেয়েছেন।