দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক বিজেপির

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। দাবি রাজ্য বিজেপির। এবার দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামছে গেরুয়া শিবির। পাহাড় দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। তারপরেও কি রাজ্যে ক্ষমতায় থাকার অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই তৃণমূল সরকারের! প্রশ্ন তুলে বড়সড় কর্মসূচি বিজেপির।

পার্থ, অনুব্রতর গ্রেফতারের পর দুর্নীতি ইস্যুতে মমতার ইস্তফা দাবি করে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে নবান্নের দিকে যাবে বিজেপির কর্মী-সমর্থকরা, এমনই খবর বিজেপি সূত্রে। যদিও বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সেইভাবে গেরুয়া শিবিরকে কোনও বড় অন্দোলনে রাস্তয় নামতে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এটাই বড় কর্মসূচি হতে চলেছে বিজেপির। একদিকে একের পর এক দুর্নীতিতে কার্যত কোনঠাসা রাজ্যের শাসক দল। ইডি হেফাজতে পার্থ। সিবিআই হেফাজতে অনুব্রত। এরপরেই জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বাম-কংগ্রেস। ঢাক বাজিয়ে গুড়-বাতাসা, নকুলদানা বিলি করেছে বিজেপির কর্মী-সমর্থকরা।

শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীরা দুর্নীতির অভিযোগে দলের অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। তখনই তৃণমূলের ওপরে চাপ বাড়াতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নবান্ন অভিযান করতে চলেছে সুকান্তর নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি।