নিউজ ডেস্ক: কলকাতার দুর্গাপুজো নিয়ে যতটা ব্যস্ত রাজ্য সরকার, ততটাই উদাসীন রাজ্য বিজেপি। ইউনেস্কোর স্বীকৃতি লাভের পরেও নমঃ নমঃ করে পুজো সারতে চেয়েছিল বঙ্গ বিজেপি। এতেই দলের একাংশ বেঁকে বসেছেন। রবিবার আইসিসিআরে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বৈঠকে দলের বেশ কিছু নেতা বড়সড় পুজোর জন্য আবদার করেন। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির দুর্গাপুজোয় অমিত শাহকে আমন্ত্রণ জানানোর ইচ্ছাও প্রকাশ করেছেন তারা।
চলতি বছরে বঙ্গ বিজেপির সল্টলেকের ইজেডসিসির দুর্গা পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই পুজোর সূচনা করেন। কিন্তু সেই পুজো নিয়ে মাথাব্যথা করতে চাননা দলের বেশিরভাগ সদস্যই। এরই মধ্যে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বড় করে দুর্গাপুজো করতে চেয়ে, ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে দলকে। তাঁর দাবি, দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের, তাই তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন।
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে এই প্রসঙ্গে বঙ্গ বিজেপি প্রস্তাব দিলেও তা কতটা বাস্তবে সম্ভব সেই দিকেই এখন নজর সকলের। কারণ, পুজোর আগে বাকি মাত্র হাতে গোনা কয়েক দিন। এই পরিস্থিতিতে অমিত শাহকে আবেদন করে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে জেপি নাড্ডার কথাও ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। বঙ্গ বিজেপির এই আবদারের পরেই প্রশ্ন উঠেছে, দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে তৃণমূল সরকারের মাতামাতি মাটি করতে এবং এই কৃতিত্ব নিজেদের দিকে টানতেই কি অমিত শাহকে পুজোয় আমন্ত্রণ জানাতে চায় গেরুয়া শিবির?
আরও পড়ুন: চণ্ডীগড়ে ছাত্রীদের ভিডিও ভাইরাল কাণ্ডে গ্রেফতার ৩, ৬ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়
Leave a Reply