Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটে একাধিক দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতার

নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ করাতে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই করানো হোক ভোট, এই দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন পঞ্চায়েত ভোট। এবার পঞ্চায়েত ভোট এগিয়ে আসার পর কোমর বাঁধছে বঙ্গবিজপি। বিরোধী দলনেতার দাবি, রাজ্য প্রশাসন নয়, পঞ্চায়েত নির্বাচন করাতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

শুধু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন নয়, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে একগুচ্ছ দাবির উল্লেখ করা হয়েছে শুভেন্দুর আর্জিতে। যেমন, কোনও এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এছাড়াও, শুভেন্দুর দাবি,

১) বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র পেশ নিশ্চিত করুক কমিশন
২) রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজের আবেদন
৩) ২০১৩ সালে রাজ্যের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল
৪) ২০১৮ সালে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে হয় ব্যাপক সন্ত্রাস
৫) ২০২২ সালে কলকাতা পুরসভা ও কাঁথির নির্বাচনেও অশান্তি

এর আগেও বহুবার অ-বিজেপি শাসিত রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে বিজেপি। এক্ষেত্রে তৃণমূলের দাবি,’ সংবিধানে বলা আছে কোন ভোটটা কেন্দ্রীয় বাহিনী করবে, কোন ভোটটা রাজ্য পুলিশ করবে। এটা রাজ্য সরকার ইচ্ছা মতো করছে না। এটা তো সংবিধানগত ভাবেই স্বীকৃত। এতে বদল আনা অসাংবিধানিক।’